সার্বিকভাবে বাংলাদেশের অবস্থান আগের বছরের প্রতিবেদনের তুলনায় পিছিয়েছে। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ শীর্ষক সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৭, ২০২১ সালে ছিল ১৪১ অবস্থানে। ২০০৬ সালে ছিল ১০৭। শিক্ষায় অংশগ্রহণ সূচকে বাংলাদেশের অবস্থান ১২১, গত বছর ছিল ১২০, ২০০৬ সালে ছিল ৯৫।