চুলের রঙের জন্য দায়ী জিন, মেলানিন নামক একটি পিগমেন্ট বা রঞ্জক পদার্থ উৎপন্ন করে যা চুলের বর্ন নির্ধারণ করে থাকে। মেলানিন পিগমেন্ট অসংখ্য মেলানোসাইট নামে কোষের সমন্বয় গঠিত। এই কোষটি আমাদের চুলের এক একটি স্ট্রা ন্ডের নিচে অবস্থান করে। মেলানোসাইট যদি বেশি মেলানিন উৎপন্ন করে তাহলে চুলের বর্ন হয়ে যায় কালো, আবার যদি যথেষ্ট পরিমাণ মেলানিন উৎপন্ন করতে না পারে তাহলে চুলের বর্ন হয় ব্লন্ড।