উত্তরঃআগে ঢাবিতে বিজ্ঞান বিভাগে চান্স পেতে হলে বোর্ড বই না পড়লেও হত। কারন তখন শুধু MCQ ছিল। যেহেতু এখন রিটেন পার্ট চালু হয়েছে। তাই মেইন বই বা বোর্ড বই হতে ছোট ছোট প্রশ্ন গুলো আত্তস্ত করতে হবে। রিটেনে কিন্তু খুব বড় বড় প্রশ্ন আসে না। সুতরাং সব বিভাগের ছাত্র ছাত্রীদের জন্যই বোর্ড বই পড়তে হবে।