অবশ্যই। রেম আপনার কম্পিউটারের স্পিড বাড়াতে সাহায্য করবে। তবে আপনাকে আরো কিছু বিষয় নজরে রাখতে হবে। আপনার মাদারবোর্ড সর্বোচ্চ কত জিবি পর্যন্ত রেম সাপোর্ট করে, ডিডিআর ৩ না কি ডিডিআর ৪ রেম, কত স্পিডের (মেগাহার্টজ) রেম আপনি ব্যবহার করবেন?
সর্বোচ্চ স্পিড পেতে চাইলে আপনি নতুন কোর আই ৫ বা আই ৭ প্রসেসর, সাথে ডিডিআর ৪ রেম, এবং অতি অবশ্যই এসএসডি (সলিড স্টেট ড্রাইভ) ব্যবহার করুন। শুধু মেমোরি বাড়ালেই হবে না - আপনি যদি পুরনো স্টোরেজ বা ৭২০০ আরপিএমের কম হার্ড ড্রাইভ ব্যবহার করেন কাজ হবেনা, স্পিড কম হবে মেমোরি বাড়ালেও।
তাই রেমের সাথে এসএসডি লাগান, স্পিড হবে সেইরকম!