আমাদের দেহের গড় তাপমাত্রা কিন্তু এক: ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড৷ ঐ তাপমাত্রা ৪২-এ উঠলে প্রাণের শঙ্কা দেখা দেয়, আবার ৩০-এর নীচে নামলেও তাই৷
দেহের তাপমাত্রা ত্রিশের নীচে নামলে হৃদযন্ত্র কিবা মগজ ঠিকভাবে কাজ করে না, যার ফলে শেষমেষ মৃত্যুও ঘটতে পরে৷ কাজেই দেহের তাপমাত্রা বিপজ্জনকভাবে নামার সম্ভাবনা দেখলেই আমাদের নিজেদের শরীরই আমাদের সাবধান করে দেয়: ঐ কাঁপুনি ধরিয়ে! এমনকি কনকনে বাতাস বইলেই গায়ের চামড়া কুঁকড়ে যায়৷