Frequently Asked Questions
EKBD কিভাবে রেজিস্ট্রেশন করবো?
রেজিস্ট্রেশন করতে নেভিগেশন-বার এ Sign Up বাটনে ক্লিক করুন, তারপর নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি ফিল্ড পূরণ করুন—
- Username - ইউজারনেম অবশ্যই ইউনিক হতে হবে, সাধারনত নিজের ডাকনামের সাথে কিছু সংখ্যা যুক্ত করেই বেশিরভাগ ইউজারনেম দেয়া হয়ে থাকে। মনে রাখবেন, ইউজারনেম কমপক্ষে ৪ অক্ষরের হতে হবে এবং এতে কোনরকম সাংকেতিক চিহ্ন বা বিরামচিহ্ন ব্যবহার করা যাবেনা।
- Email - ইমেইল ফিল্ড-এ আপনার একটি একটিভ ইমেইল ঠিকানা দিন, এই ইমেইল এড্রেসে রেজিষ্ট্রেশনের পর একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে।
- Password - পাসওয়ার্ড ফিল্ড-এ মনে রাখার মতো কিন্তু কমপ্লেক্স একটি পাসওয়ার্ড প্রবেশ করান। পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে ৬ সংখ্যার হতে হবে।
- Confirm Password - কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড-এ পুনরায় আপনার প্রদত্ত পাসওয়ার্ডটি দিন। Password এবং Confirm Password ফিল্ড এ দেয়া ইনপুট অনুরূপ হওয়া বাধ্যতামূলক।
- Birthdate - এখানে যথাক্রমে আপনার জন্মমাস, দিন এবং বছর প্রবেশ করান।
- Gender - আপনার লিঙ্গ সিলেক্ট করুন।
- Accept T&C - বিস্ময় ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এর নীতিমালা মেনে চলতে হবে, এই অঙ্গীকার প্রদান করতে এই অপশনটিতে টিক দিন।
এবার Sign Up বাটনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আপনার দেয়া ইউজারনেম বা ইমেইল ব্যবহার করে ইতোমধ্যে কোনো একাউন্ট খোলা হয়ে থাকলে আপনাকে একটি সতর্কতা প্রদান করা হবে, সেক্ষেত্রে ভিন্ন ইউজারনেম/ইমেইল দিয়ে পুনরায় চেষ্টা করুন।
রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আপনার ইমেইল ইনবক্স (ইনবক্সে না পেলে স্পামবক্স) চেক করুন, EKBD থেকে পাঠানো ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করুন।
কিভাবে প্রশ্ন করতে হয়?
প্রশ্ন করতে যেকোন প্রশ্নোত্তর পেজ এর উপরে প্রশ্ন করুন বাটনে ক্লিক করুন। পরবর্তি পেজে প্রশ্ন করার ফর্ম দেখতে পাবেন।
প্রথম ফিল্ডে প্রশ্নের শিরোনামটি লিখুন, শিরোনাম অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন (?) দিয়ে শেষ করুন। মনে রাখবেন, শিরোনাম প্রশ্নবোধক না হয়ে অনুরোধমূলক হলে মডারেটরগন প্রশ্নটি বাতিল করে দিতে পারেন।
শিরোনাম লেখার সময় ইতোমধ্যেই অনুরূপ প্রশ্ন আছে কিনা তা চেক করে দেখানো হবে, যদি প্রশ্নটি আগেই করা হয়ে থাকে তাহলে পুনরায় প্রশ্ন না করে উক্ত প্রশ্নে ক্লিক করে আপনার প্রয়োজনীয় উত্তর দেখে নিন।
"বিস্তারিত" ফিল্ড-এ আপনার প্রশ্নের ব্যাখ্যামূলক তথ্য (যদি থাকে) তা লিখতে পারেন, এটি আবশ্যক নয়।
পরবর্তি অপশনে আপনার প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিভাগ সিলেক্ট করুন। কোনো সম্পর্কিত বিভাগ খুজে না পেলে নতুন বিভাগ ক্রিয়েট করার অপশন দেখবেন, তাতে ক্লিক করে একটি বিভাগ ক্রিয়েট করে নিন। প্রতিটি প্রশ্নে অন্তত একটি বিভাগ থাকা বাধ্যতামুলক
পরিচয় গোপন করার অপশনটি সিলেক্ট করলে প্রশ্নে আপনার নাম প্রদর্শিত হবেনা, তবে মডারেটর বা এডমিনিস্ট্রেটর বিশেষ প্রয়োজনে আপনার পরিচয় দেখতে পারবেন।
এবার Add Question বাটনে ক্লিক করুন, সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই অটোমেটিক আপনাকে জিজ্ঞাসিত প্রশ্নের পেজে রিডাইরেক্ট করা হবে।
প্রশ্নে কোন অশালীন শব্দ কিংবা কোনো লিঙ্ক থাকলে সেটি সাথে সাথে অনুমোদিত না হয়ে মডারেটরের অনুমোদনের জন্য অপেক্ষারত থাকবে।
অফার কি? এবং কিভাবে কাজ করে?
জরুরি মুহুর্তে কিংবা গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন যেখানে আপনার দ্রুত সময়ে একাধিক উত্তর প্রয়োজন, সেখানে উত্তরদাতাদের উতসাহিত করতে আপনি বিভিন্ন গিফট অফার করতে পারেন।
অফার দিতে আপনার প্রশ্নের নিচে "অফার" বাটনে ক্লিক করুন, অফার পপ-আপে নিন্মোক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রবেশ করান—
- প্রথম সারি থেকে যেকোন একটি প্রতিকী গিফট-আইটেম সিলেক্ট করুন, আইটেম সমূহের সমতুল্য ইউনিট রেট হলো-
=> প্রশ্ন : ১ পয়েন্ট
=> উত্তর: ১ পয়েন্ট
=> সেরা উত্তর নির্বাচিত হলে: ২ পয়েন্ট
- আপনি ইচ্ছা করলে + বাটনে ক্লিক করে আইটেমের পরিমান বৃদ্ধি করতে পারবেন।
- পরবর্তী টেক্সট-বক্সে আপনি কেমন উত্তর চাচ্ছেন সে বিষয়ে কোনো নির্দেশনা থাকলে তা সংক্ষেপে লিখে দিতে পারেন।
- পরবর্তী ফিল্ডে আপনার অফারের জন্য ঘন্টা-এককে একটি সময়সীমা নির্ধারন করুন।
- প্রয়োজন মনে করলে আপনি অফারটি নিজের পরিচয় গোপন করে দিতে পারেন। এর জন্য Private Gift অপশনটিতে ক্লিক করুন।
এবার বাটনে ক্লিক করলেই আপনার প্রশ্নে অফারটি যুক্ত হয়ে যাবে এবং এটি অফার-লিস্টে দৃশ্যমান হবে।
আপনার অফার করা প্রশ্নে আসা উত্তরগুলোর উপরে ডান দিকে "" চিহ্নটি দেখতে পাবেন, কোন উত্তরকে অফারের জন্য সিলেক্ট করতে চাইলে তাতে ক্লিক করুন।
বিঃদ্রঃ নির্দিষ্ট সময়ের মাঝে কোন উত্তর না আসলে আপনি সময় বাড়াতে পারবেন অথবা এডমিনের নিকট রিফান্ড-এর আবেদন করতে পারবেন।
কিভাবে রিচার্জ করবো?
Withdraw Method
1. Bkash (Minimum=1000 Point= 100tk)
2. Nagad (Minimum=1000 Point= 100tk)
3. Rocket (Minimum=1000 Point= 100tk)
4. Mobile Recharge (Minimum=500 Point= 50tk)
এই পোস্ট থেকে শিখে নিন পেমেন্ট রিকুয়েস্ট কিভাবে করবেন
আপনার অনুরোধ গৃহীত হলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।