অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ, মদ্যপান, ধূমপান ইত্যাদি লিভারের ক্ষতি করে। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বোঝা যাবে লিভারে সমস্যা হচ্ছে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড হাউস জানিয়েছে এসব লক্ষণের কথা।
বারবার বমি হওয়া।
ফেকাসে পায়খানা।
খাওয়ার পর মুখে তেতো ভাব।
পিত্তে সমস্যা।
চর্বিজাতীয় খাবার খাওয়ার পর পেট ব্যথা হওয়া।
চোখের ওপরে ব্যথা করা।
টানা অবসন্নতা।
অর্শ্বরোগ এবং স্থায়ীভাবে বর্ধিত শিরা। এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।