বর্তমানে শিক্ষাগত যোগ্যতাটুকুকে পুঁজি করে বাংলাদেশের সর্বত্রই ব্যাঙের ছাতার মত অসংখ্য শিক্ষক তৈরি হচ্ছে। যারা আসলে শিক্ষকের মানেটাই বোঝে না। যার ফলে ছাত্ররা সঠিক শিক্ষকের অভাবে নিজেকে আদর্শবান যোগ্য ছাত্র হিসেবে গড়ে তুলতে পারছেন না। একজন আদর্শবান ছাত্রের পক্ষেই সম্ভব নিজেকে একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক হিসেবে গড়ে তোলা। শিক্ষাগত যোগ্যতা নিয়েই শিক্ষক হওয়া যায় না। শিক্ষক হতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মানবিক কিছু গুনের অধিকারী হতে হয়। আর সেগুলো হচ্ছেঃ-
১। একজন শিক্ষকে অবশ্যই একজন ভাল মানুষ হতে হবে।
২। তাকে হতে হবে বিবেক সম্পন্ন।
৩। তার ব্যক্তিত্ব হতে হবে এমন যেন তার আদর্শে একজন শিক্ষার্থী তার জীবনকে উজ্জীবিত করতে পারে।
৪। একজন শিক্ষক কতটা জানে সেটা বেশি জরুরি না, জরুরী হচ্ছে যে, সে যতটুকু জানে তা যেন সবার মাঝে সঠিকভাবে উপস্থাপন করতে পারে।
৫। অবশ্যই ছাত্র-ছাত্রীর মন বুজতে হবে।
৬। নিজের শিখবার আগ্রহ থাকতে হবে, তা না হলে ছাত্র-ছাত্রীদের শিখবার আগ্রহ তৈরি করতে পারবে না।
৭। সততা অপরিহার্য।
৮। ভাষা এবং উচ্চারন মান সম্মত হতে হবে।
৯। ধৈর্যশীল এবং নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে।
১০। মিশুক হতে হবে।
এর একটি গুনের অভাব হলে, কোন মানুষের পক্ষে ভাল শিক্ষক ত দূরের কথা শিক্ষক হবারও যোগ্যতা থাকে না।
‘ধন্যবাদ’