বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ ছিল নীরব দর্শক এর ব্যখ্যা নিচে করা হলো। মূলত জাতিসংঘের প্রায় সব শক্তি হলো বিশ্বের ৫টি শক্তিশালী দেশের উপর।এই ৫টি দেশ যদি চায় তবেই জাতিসংঘ কোন দেশকে সহায়তা দিতে পারবে।নাহলে শুধু নীরব দর্শক হয়ে থাকবে।বাংলাদেশের মুক্তযুদ্ধের সময়ও ঠিক এটি হয়ে ছিল।