দেশের ইতিহাসের সবেচেয়ে সংক্ষিপ্ত সংসদ অধিবেশন শেষ হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মাগরিবের নামাজের আগেই একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়। শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
সংসদ অধিবেশনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সবদেশে ব্যাপক প্রাণহানি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে শোকপ্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল প্রতি তিন মাসের মধ্যে সংসদ অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনাভাইরাসজনিত এই সংকটময় মুহূর্তেও এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
তবে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে অধিবেশন অনুষ্ঠিত হয়। এটিই বাংলাদেশের ইতিহাসের সংক্ষিপ্ততম সংসদ অধিবেশন।