১.০৭৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে এবারও রয়ে গেছে আইসল্যান্ড। ২০০৮ থেকেই তারা এ অবস্থানে আছে। সূচকে তার পরেই প্রথম দশে আছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, ডেনমার্ক, কানাডা, সিঙ্গাপুর, চেক প্রজাতন্ত্র, জাপান এবং সুইজারল্যান্ড। উল্লেখ্য, জিপিআই র্যাংকিংয়ে বিশ্বের ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে তাদের শান্তির মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে সাজানো হয়।
গ্লোবাল পিস ইন্ডেক্স বা বৈশ্বিক শান্তি সূচক (জিপিআই) ২০২০ এ ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ ২.১২১ স্কোর পেয়ে ৯৭তম স্থান অর্জন করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।