সব মানুষের জীবনে একবার না একবার হয়, এ কথা আমরা কখনই বলতে পারব না। তবে যে ভাইরাসের কারণে চিকেনপক্স হয় (ভেরিসেলা জস্টার ভাইরাস-VZV) খুবই সংক্রামক বা ছোঁয়াচে। আপনি বাসে, ঘাটে, ক্লাসে, মিটিংয়ে যখন যাবেন, সেখানে যদি কেউ এফেক্টেড থাকে, সেখান থেকে আপনার গায়ে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি।
আর একবার আক্রান্ত হলে দেহে প্রয়োজনীয় এন্টিবডি তৈরী হয়ে যায়, তাই দ্বিতীয়বার আর আক্রান্ত হয় না সহজে।