আইটেল এস ১৫ প্রো তে আছে লেটেস্ট অ্যানন্ড্রেয়েড ৯ পাই, এবং ২ জিবি র্যাম + ৩২ জিবি রম, যা ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যায়।
পারফরম্যান্স নিয়ে চিন্তা মুক্ত রাখতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর এটা মোটামুটি সব ধরনের ইউজার দের খুশি করতে পারবে। এছাড়া এতে রয়েছে ৩০০০ মিলিয়াম্পিার ব্যাটারি যা হেভি ইউসেজ এও দিবে ভাল ব্যাকআপ। অন্যান্য আপগ্রেডেড বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৪ জি ইন্টারনেট সংযোগ এবং একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) পাওয়ার মাস্টার যা স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে শক্তি সংরক্ষণ করে।
ওভারঅল লুক এর ব্যাপারে অবশই বলতে হবে এস ১৫ প্রো একটি প্রিমিয়াম লুকিং গ্রেডিএন্ট পারপাল রঙের সুন্দর ফোন। এন্ট্রি লেভেল এর স্মার্টফোনে এই দারুন সব ফিচার দিয়ে ইতিমধ্যে বাজারে সাড়া ফেলেছে আইটেল এস ১৫ প্রো। ফোনটির অফিসিয়াল দাম ধরা হয়েছে ৭,৮৯০ টাকা।