সফরকারী পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ২২ এপ্রিল বাংলাদেশ দল তাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকের জন্য দল ঘোষণা করে। তন্মধ্যে ক্যাপবিহীন অবস্থায় লিটন দাস-সহ মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২৪ এপ্রিল বাংলাদেশ টেস্ট দলের নাম ঘোষণা করা হয়। সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের সাথে তিনিও ১৪-সদস্যের দলে অন্তর্ভুক্ত হন। কিন্তু দুই-টেস্টের সিরিজে খেলার সুযোগ ঘটেনি তার। এরপর সফরকারী ভারতের বিপক্ষে নিয়মিত উইকেট-কিপার মুশফিকুর রহিমের আঙুলের চোটের কারণে একমাত্র টেস্ট খেলার জন্য তাকে দলে রাখা হয়।
১০ জুন, ২০১৫ তারিখে বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে তার। সফরকারী ভারত দলের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত অভিষেক টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস ৪৪ রান তোলেন ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কার সাহায্যে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টেস্টে তার এ রানটি অভিষেকে বাংলাদেশী উইকেট-কিপারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও তিনি তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে উইকেট-রক্ষণের দায়িত্ব পেয়েছেন।