আর্দ্র কপার সালফেটের বাণিজ্যিক নাম তুঁত।
তুঁতে বা কপার সালফেট (ইংরেজি: copper sulphate) বা কপার(II)সালফেট একপ্রকার অজৈব রাসায়নিক যৌগ। এর রাসায়নিক সংকেত CuSO4(H2O)x যেখানে x এর মান ০ থেকে ৫। পেন্টাহাইড্রেট (x = ৫) গঠনটি সর্বাধিক দেখা যায়। এই যৌগের পুরনো নামগুলির মধ্যে রয়েছে ব্লু ভিট্রিওল, ব্লুস্টোন,ভিট্রিওল অফ কপার, এবং রোমান ভিট্রিওল