জন্মগত ভাল্ব এর ত্রুটির সফল চিকিৎসা আছে। জন্মগত ত্রুটির কারনে ভাল্ব সরু জনিত সমস্যাও পুরোপুরি সমাধান করা যায়।
জন্মগত হার্টের ছিদ্র জনিত সমস্যার চিকিত্সা করিয়ে নিলে পরবর্তীতে সারা ঔষধ চালাতে হবেনা। এমনিতে হার্টের জন্মগত এসব ছিদ্রের চিকিৎসা নির্ভর করে ছিদ্রের আকার ও অবস্থানের ওপর। ছোট আকারের ছিদ্র নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিছু ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করে ফুসফুসের বাড়তি রক্তের চাপ কমিয়ে রাখা হয়। বড় বা মাঝারি আকারের ছিদ্র হলে ডিভাইসের মাধ্যমে বন্ধ করা হয়। ছিদ্রের চারপাশে রয়েছে কি-না। আবার রক্তনালির ভালভের খুব কাছে থাকলে ডিভাইস দিয়ে বন্ধ করা যায় না, অপারেশনের দরকার হয়। এক্ষেত্রে ডাক্তার ই প্রয়োজনীয় চিকিত্সা নির্ধারণ করবে।