আমি নিজে করিনি তবে অনেক আগে জানতে পেরেছিলাম যে, সিমকার্ড ঢুকিয়ে ফোনের সিকিউরিটি অপশনে গিয়ে সেই সিমের জন্য ৩ বার ভূল পিন-নাম্বার দিবেন। এরপর সিমের পাক-কোড চাইবে তখন ১০ বার ভূল পাক-কোড দিবেন। এর ফলে সেই সিমকার্ডটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। এরপর যদি সেই সিমের নাম্বারটি পুনরায় ব্যবহার করতে চান তবে সেই সিমের কোম্পানীর কাস্টমার কেয়ারে গেলে আপনার ডকুমেন্টস শনাক্ত করে নতুনভাবে ইস্যু করে দিবে, ধন্যবাদ।