হ্রদ হলো একটি মাঝারি মাপের প্রাকৃতিক কিংবা মনুষ্যনির্মিত জলাধার।ভারতে অনেক হ্রদ দেখা যায়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো হায়দ্রাবাদ শহরের বিভিন্ন হ্রদ।
হায়দ্রাবাদ ভারতের সর্বাধিক সংখ্যক হ্রদ অবস্থিত।যা প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় প্রকারেরই।
তাই জন্য হায়দ্রাবাদ কে ভারতের হ্রদের শহর বলে অভিহিত করা হয়ে থাকে।এই হ্রদের জন্য হায়দ্রাবাদ ভারতের অন্যতম উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে বর্তমান সময়ে।