টিভি সম্প্রচারের জন্য সিমপ্লেক্স মোড পদ্ধতি ব্যবহার করা হয়। এ মোডে ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায়। আমরা যখন টেলিভিশন দেখি তখন শুধু দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এক্ষেত্রে আমরা শুধু ডেটা পাই, পাঠাতে পারি না। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। তাই টেলিভিশনকে একমুখী বা সিনপ্লেক্স মোড বলা হয়।