গিনেস বুকে বাংলাদেশী
জোবেরা রহমান লিনু বাংলাদেশের প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৭৭ থেকে ২০০১ কাল-পরিধিতে ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ তার নাম উঠেছে।
সুদর্শন দাশ নামের এক বাঙালি ঢোল বাদক টানা ২৭ ঘণ্টা ঢোল বাজিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেন। ২০১৭ সালের ২৫ জুলাই তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কমিটি স্বীকৃতি দেয়।
আব্দুল হালিম ২০১৫ সালের ২২ নভেম্বর ওয়ালটনের ব্যানারে ঢাকায় মাথায় বল নিয়ে দ্রুততম সময়ে স্কেটিং জুতা পরে ১০০ মিটার[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] অতিক্রম করেন । কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে তিনি এই খেলা প্রদর্শন করে ২৭.৬৬ সেকেন্ডেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান। ল্যাপে ওই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড। এই প্রচেষ্টার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে ২০১৬ সালের ২৩ মার্চ স্বীকৃতি দেয়।
আব্দুল হালিম মার্সেলের পৃষ্ঠপোষকতায় ২০১১ সালের ২২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে মাথায় বল নিয়ে টানা ১৫.২ কিলোমিটার হাঁটার ভিডিও দৃশ্য ধারণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন বাংলাদেশের পক্ষ হয়ে। তিনি পেছনে ফেলেছিলেন ১১.১২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়া মালয়েশিয়ার ই মিং লুকে।
নোয়াখালী জেলার কণক কর্মকার কপালে ১১৫০ টি প্লাস্টিকের গ্লাস এক মিনিট পাঁচ সেকেন্ড রেখে প্রথমবার, কপালে পঁচিশ মিনিট গিটার ব্যালেন্স করে দ্বিতীয়বার, ঘাড় দিয়ে এক মিনিটে ছত্রিশবার ভলিবল ক্যাচ ধরে তৃতীয়বার এবং থুতনিতে ১৫ মিনিট ৩৯ সেকেন্ড গিটার ব্যালেন্স করে চতুর্থ বার গিনেস বুকে নাম লেখান।
মাগুরা জেলার মাহমুদুল হাসান ফয়সাল হাতে এক মিনিটে ১৩৪ বার ফুটবল ঘুরিয়ে ১১ আগস্ট ২০১৮ এবং ০৬ জানুয়ারি ২০১৯ এক মিনিটে ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে গিনেস বুকে নাম লেখান।
মাসুদ রানা, ফুটবলার ঢাকার সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে মাথার উপর ফুটবল নিয়ে ৪৪.৯৫ সেকেন্ডে ৫০ মিটার সাঁতার কেটে গিনেস রেকর্ড করেন। গিনেস বুক তাদের ওয়েবসাইটে ০২ আগস্ট ২০১৮ -এ রেকর্ড প্রকাশ করে।
ইমরান শরীফ ঢাকার রাস্তায় কারও সহযোগিতা না নিয়ে, একাই ২.৫২৭ কিলোমিটার ( ৮,২৯০ ফুট ৮.১৯ ইঞ্চি ) লম্বা পেপার ক্লিপ দিয়ে সিকল (চে’ন) তৈরি করে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ গিনেস বুকে উঠে আসেন।
রাসেল ইসলাম রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের সিরজাপাড়া গ্রামের দিন মজুর বজলুর রহমানের ছেলে খুব অল্প সময়েই স্কিপিং রোপে (দড়ি দিয়ে লাফানো) ২৯ জুলাই ২০২১ এ বিশ্ব রেকর্ড করেন রাসেল ইসলাম।
আশিকুর রহমান জুবায়ের ঝালকাঠি জেলা শহর মসজিদবাড়ি রোডের বাসিন্দা জালাল আহম্মেদের ছেলে আশিকুর রহমান জুবায়ের শূন্যে বল নিক্ষেপ এবং ধরে ফেলে ৩০ জুলাই ২০২০ এ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া ফুটবলার।