You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
120 views
in সাধারণ by (-14 points)

2 Answers

0 like 0 dislike
এক.

বই- তিতাস একটি নদীর নাম

সিনেমা- তিতাস একটি নদীর নাম

মুক্তি- ১৯৭৩

পরিচালক- ঋত্বিক ঘটক

অভিনয়ে- গোলাম মুস্তাফা, কবরী চৌধুরী, রোজী সামাদ, প্রবীর মিত্র প্রমুখ।

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:

এক.

বই- চরিত্রহীন

সিনেমা- চরিত্রহীন

মুক্তি- ১৯৭৫

পরিচালক- বেবী ইসলাম

অভিনয়ে- মীনা কুমারী, ফরহাদ, প্রবীর মিত্র প্রমুখ।

পুরস্কার- চলচ্চিত্রটি ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুইটি বিভাগে পুরস্কার অর্জন করে।

 

দুই.

বই- দেবদাস

সিনেমা- দেবদাস

মুক্তি- ১৯৮২ (১ম সংস্করণ), ২০১৩ (২য় সংস্করণ)

পরিচালক- চাষী নজরুল ইসলাম

অভিনয়ে (১ম সংস্করণ)- বুলবুল আহমেদ, কবরী, সারোয়ার, আনোয়ারা, রহমান, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা প্রমুখ।

অভিনয়ে (২য় সংস্করণ)- সাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

 

তিন.

বই- বড় বাড়ির মেয়ে

সিনেমা- বড় বাড়ির মেয়ে

মুক্তি- ১৯৮২

পরিচালক- আবদুস সামাদ খোকন

অভিনয়ে- ববিতা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, কাজরী, সুচন্দা প্রমুখ।

 

চার.

বই- চন্দ্রনাথ

সিনেমা- চন্দ্রনাথ

মুক্তি- ১৯৮৪

পরিচালক- চাষী নজরুল ইসলাম

অভিনয়ে- রাজ্জাক, দোয়েল, সুচন্দা, গোলাম মুস্তাফা, সিরাজুল ইসলাম প্রমুখ।

পুরস্কার- চলচ্চিত্রটি ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার ও শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করে।

 

পাঁচ.

বই- রামের সুমতি

সিনেমা- রামের সুমতি

মুক্তি- ১৯৮৫

পরিচালক- শহিদুল আমীন

অভিনয়ে- জয়, ববিতা, প্রবীর মিত্র, সুচন্দা, রওশন জামিল, সাইফুদ্দিন প্রমুখ।

পুরস্কার- এই চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয়ের জন্য জয় শ্রেষ্ঠ শিশু শিল্পী ও তার বউদি চরিত্রে অভিনয়ের জন্য ববিতা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

ছয়.

বই- বৈকুণ্ঠের উইল

সিনেমা- সৎ ভাই

মুক্তি- ১৯৯৫

পরিচালক- রাজ্জাক

অভিনয়ে- রাজ্জাক, বাপ্পা রাজ, শ্রীলেখা মিত্র প্রমুখ।

 

সাত.

বই- শুভদা

সিনেমা- শুভদা

মুক্তি- ১৯৮৬

পরিচালক- চাষী নজরুল ইসলাম

অভিনয়ে- রাজ্জাক, বুলবুল আহমেদ, জিনাত, আনোয়ারা প্রমুখ।

 

আট.

বই- পরিনীতা

সিনেমা- পরিনীতা

মুক্তি- ১৯৮৬

পরিচালক- আলমগীর কবির

অভিনয়ে- ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা রহমান, আশীষ কুমার লোহ প্রমুখ।

পুরস্কার- চলচ্চিত্রটি ১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার লাভ করে। এছাড়া বাচসাস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক ও প্রধান দুই অভিনয়ের পুরস্কারসহ সাতটি পুরস্কার লাভ করে।

 

নয়.

বই- রাজলক্ষ্মী শ্রীকান্ত

সিনেমা- রাজলক্ষ্মী শ্রীকান্ত

মুক্তি- ১৯৮৭

পরিচালক- বুলবুল আহমেদ

অভিনয়ে- শাবানা, বুলবুল আহমেদ, প্রবীর মিত্র, নূতন, আবুল খায়ের প্রমুখ।

পুরস্কার- চলচ্চিত্রটি ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি অভিনয় ( শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা ও শ্রেষ্ঠ শিশু শিল্পী) ও একটি সঙ্গীত (শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী) বিভাগে মোট চারটি পুরস্কার অর্জন করে এবং বাচসাস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১১টি বিভাগে পুরস্কার লাভ করে।

 

দশ.

বই- বিরাজ বউ

সিনেমা- বিরাজ বউ

মুক্তি- ১৯৮৮

পরিচালক- মহিউদ্দিন ফারুক

অভিনয়ে- ববিতা, ফারুক প্রমুখ।

 

এগারো.

বই- বৈকুণ্ঠের উইল

সিনেমা- সন্তান যখন শত্রু

মুক্তি- ২০০১

পরিচালক- রাজ্জাক

অভিনয়ে- রাজ্জাক, ফেরদৌস, পূর্ণিমা, খলিল, বাপ্পারাজ প্রমুখ।

 

বারো.

বই- বিন্দুর ছেলে

সিনেমা- বিন্দুর ছেলে

মুক্তি- ২০০৬

পরিচালক- মুশফিকুর রহমান গুলজার

অভিনয়ে- ফেরদৌস, মৌসুমি, দিতি প্রমুখ।

 

শহিদুল্লাহ কায়সার:

এক.

বই- সারেং বউ

সিনেমা- সারেং বউ

মুক্তি- ১৯৭৮

পরিচালক- আব্দুল্লাহ আল মামুন

অভিনয়ে- ফারুক, কবরী, আরিফুল হক, জহিরুল হক, বিলকিস, বুলবুল ইসলাম, ডলি চৌধুরী প্রমুখ।

 

আমজাদ হোসেন:

বই- নিরক্ষর স্বর্গে

সিনেমা- নয়নমণি

মুক্তি- ১৯৭৬

পরিচালক- আমজাদ হোসেন

অভিনয়ে- ফারুক, ববিতা প্রমুখ।

 

দুই.

বই- ধ্রুপদী এখন ট্রেনে

সিনেমা- গোলাপী এখন ট্রেনে

মুক্তি- ১৯৭৮

পরিচালক- আমজাদ হোসেন

অভিনয়ে- ববিতা, ফারুক, আনোয়ার হোসেন, রোজী সামাদ, আনোয়ারা, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

পুরস্কার- জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র (১৯৭৮) লাভ করে।

 

তিন.

বই- অবেলা সময়

সিনেমা- জয়যাত্রা

মুক্তি- ২০০৪

পরিচালক- তৌকির আহমেদ

অভিনয়ে- বিপাশা হায়াত, আজিজুল হাকিম , মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি,

তারিক আনাম খান, আবুল হায়াত, মেহবুবা মাহনূর চাঁদনী প্রমুখ।

পুরস্কার- ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পরিচালক তৌকির আহমেদ

২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার লাভ করেন। এছাড়া ছবিটি শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার লাভ করে।

 

চার.

বই- কাল সকালে

সিনেমা- কাল সকালে

মুক্তি- ২০০৪

পরিচালক- আমজাদ হোসেন

অভিনয়ে- ফেরদৌস, শাবনূর, দিতি, অবন্তী, এস এ হোক অলিক ও চ্যালেঞ্জার।

 

আবু ইসহাক:

এক.

বই- সূর্য দীঘল বাড়ী

সিনেমা- সূর্য দীঘল বাড়ী

মুক্তি- ১৯৭৯

পরিচালক- মসিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী

অভিনয়ে- ডলি আনোয়ার, রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।

পুরস্কার- সূর্য দীঘল বাড়ী ছবিটি ১৯৮০ সালের ম্যানহেইম চলচ্চিত্র উৎসব, জার্মানিতে অংশগ্রহণ করে এবং তিনটি বিভাগে পুরস্কারসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচচাস পুরস্কার লাভ করে।

 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

বই- বিষবৃক্ষ

সিনেমা- বিরহ ব্যথা

মুক্তি- ১৯৮৯

পরিচালক- চাষী নজরুল ইসলাম

অভিনয়ে- রাজ্জাক, সোহেল চৌধুরী, চম্পা প্রমুখ।

 

হুমায়ূন আহমেদ:

এক.

বই- শঙ্খনীল কারাগার

সিনেমা- শঙ্খনীল কারাগার

মুক্তি- ১৯৯২

পরিচালক- মুস্তাফিজুর রহমান

অভিনয়ে- ডলি জহুর, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, চম্পা প্রমুখ।

পুরস্কার- চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

 

দুই.

বই- আগুনের পরশমণি

সিনেমা- আগুনের পরশমণি

মুক্তি- ১৯৯৪

পরিচালক- হুমায়ূন আহমেদ

অভিনয়ে- বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।

পুরস্কার- বাংলাদেশ সরকারের অনুদানের ছবি আগুনের পরশমণি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

 

তিন.

বই- শ্রাবণ মেঘের দিন

সিনেমা- শ্রাবণ মেঘের দিন

মুক্তি- ১৯৯৯

পরিচয়- হুমায়ূন আহমেদ

অভিনয়ে- জাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, মুক্তি, গোলাম মোস্তফা, সালেহ আহমেদ ও ডাঃ এজাজ প্রমুখ।

 

চার.

বই- দুই দুয়ারী

সিনেমা- দুই দুয়ারী

মুক্তি- ২০০০

পরিচালক- হুমায়ূন আহমেদ

অভিনয়ে- রিয়াজ, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, ডাঃ এজাজ, মাসুদ আলী খান, নাসিমা খান, শবনম পারভীন, আমিরুল হক চৌধুরী, নাসিমা নাজমিন প্রমুখ।
by Earnings: 2.48 Usd (2,428 points)
0 like 0 dislike
গুগলে অনেক পাবেন।
by (4 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...