ঘ্যাচাং রিচার্জ হল রবি সিমের ফ্লেক্সিলোড সিমের এক বিশেষ সুবিধা। যার দ্বারা আপনি সহজেই ফ্লেক্সিলোড করতে পারবেন। আর এতে আপনি একবার ডায়াল করেই টাকা রিচার্জ করতে পারবেন।
ঘ্যাচাং রিচার্জ কি , কিভাবে করে এবং ঘ্যাচাং রিচার্জের কোড জানতে নিচের লিংকে ক্লিক করুন।
ঘ্যাচাং রিচার্জ মুলত রবি ফ্লেক্সিলোড যারা করে তারা করতে পারে। ঘ্যাচাং রিচার্জের দ্বারা আপনি খুব সহজেই মোবাইলে টাকা পাঠাতে পারবেন। কারণ দেখেন যে , এমনি সাধারণভাবে রিচার্জ করতে আপনাকে প্রথমে কোড দায়াল করতে হয়। এর পরে আপনাকে যে নাম্বারে টাকা পাঠাবেন তা ডায়াল করে সেন্ড করতে হয়। এর পর কত টাকা পাঠাবেন তা দিতে হয়। সবার শেষে পিন নাম্বার দিয়ে কনফার্ম করা হয়। দেখেই বুঝা যাচ্ছে যে এই পদ্ধতি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য রবি ফ্লেক্সিলোডাররা ঘ্যাচাং পদ্ধতিতে রিচার্জ করতে পারেন। এর জন্য আপনাকে বার বার ইনফরমেশন সেন্ড করতে হবে না। একবারেই সব হয়ে যাবে।
রবি ঘ্যাচাং রিচার্জ কিভাবে করে ?
রবি সিমে ঘ্যাচাং রিচার্জ করার পদ্ধতি হলঃ *৯৯৯* আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বার*আপনার টাকার পরিমান* আপনার পিন নাম্বার# চেপে আপনি ডায়াল করলেই ব্যাস রিচার্জ হয়ে যাবে।
আমি একটা উদাহরন দেই।
ধরেন আপনি ০১৮৭৬৮৮৮৫০৬ নাম্বারে টাকা পাঠাবেন। আপনার টাকা পাঠানোর পরিমান ১০০ টাকা। আপনার পিন ২৩৫৪। তাহলে আপনি ডায়াল করবেনঃ-
*৯৯৯*০১৮৭৬৮৮৮৫০৬*১০০*২৩৫৪#
আশা করি বুঝেছেন। না বুঝলে কমেন্ট করুন।