BCD এর পূর্ণরুপ হলো Binary Coded Decimal,দশমিক সংখ্যা (0-9) পর্যন্ত প্রতিটি অঙ্ককে সমতুল্য বা সমান 8 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ ব্যবস্থাকে BCS কোড বলে।
দশমিক সংখ্যার (0-9 ) পর্যন্ত প্রতিটি অঙ্ককে সমতুল্য বা সমান ৪ বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাকে বলা হয় BCD কোড ।উদাহারন দশমিক ১ এর BCD কোড 0001।কিন্তু দশমিক ১ এর বাইনারিও ১।