অনুমত, পরিমাণ.....
কোয়ান্টাম একটি মানবিক চেতনা। কোয়ান্টাম আধুনিক জীবন যাপনের বিজ্ঞান। ধ্যানের শক্তিকে কাজে লাগিয়ে মেধা, প্রতিভা ও বিশুদ্ধ সম্ভাবনার পরিপূর্ণ বিকামের মাধ্যমে নিজেকে অনন্য মানুসে রুপান্তরিত করাই এর লক্ষ্য। আর নিজের মেধাকে সমবেত ও সমন্বিতভাবে মানবতা ও সৃষ্টির সেবায় নিয়োজিত করে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠ দশ জাতির অন্তর্ভূক্ত করাই এর মনছবি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী চিকিৎসক প্রকৌশল আইনজীবী শিল্পপতি ব্যবসায়ী আলেম, প্রশাসক, অভিনেতা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, তরুণ-তরুণী, গৃহবধুসহ সমাজের সর্বস্তরের লক্ষ মানুষ এখন কোয়ান্টাম চেতনার সঙ্গে একাত্ন হচ্ছেন। আপনিও আধুনিক মানুষের জীবন যাপনের এই সহজ বিজ্ঞান অনুশীলনের মাধ্যমে নিজের মেধাকে বিকশিত করে জীবনকে ভরিয়ে তুলতে পারেন প্রশান্তি ও প্রাচুর্যে।