শিল্প প্রতিষঠান উৎপাদনের উদ্দেশ্যে, পুনঃ বিক্রেতা বিক্রয়ের উদ্দেশ্যে এবং ভোক্তারা ভোগ বা ব্যাবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। সুতরাং ক্রয় এর গুরুত্ব অত্যধিক। ক্রেতা বা ভোক্তা রা সবসময় ই চায় কম মূল্যে উন্নত ও সেরা মান এর পণ্য ক্রয় করতে। পুনঃ বিক্রেতা যদি কম মূল্যে ক্রয় করতে পারে তাহলে সে তার ক্রয়কৃত মূল্য হতে বেশি মূল্যে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবে। অপর দিকে ভোক্তারা ও তাদের কাঙ্ক্ষিত মূল্যে সেরা পণ্য বা সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের সন্তুষ্টি বিধান করতে পারবে। অর্থাৎ পণ্য ক্রয়ের খরচ কমানো গেলে অল্প দাম এ পণ্য বিক্রয় করা সম্ভব হবে। এতে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ ক্রেতা রা চায় অল্প দাম এ মানসম্পন্ন পণ্য। ফলে প্রতিযোগিতা মোকাবিলা সহজ হবে। তাই বলা যায় যে "উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"।