মেরুদণ্ডী প্রাণীর মধ্যে স্যামন মাছ এক প্রজনন ঋতুতে ডিম পাড়ে ২ কোটি ৮০ লাখ।
স্যামন মাছের জন্ম নদীতে। ডিম ফুটে স্যামনের জন্ম হয় ৫০-১০০ দিনে। ডিম ফুটে যে বাচ্চার জন্ম হয় তাকে বলা হয় ‘অ্যালভিন’। সপ্তাহ দু-তিন দিন পর ছোট্ট স্যামন রওনা দেয় সাগরের উদ্দেশ্যে। তখন তাকে বলা হয় ‘ফ্রাই’। ছোট ছোট মাছের ঝাঁক থেকে কিছু খেয়ে নেয় পাখি, কিছু খেয়ে নেয় অন্য মাছ। তবু তারা চলতেই থাকে। ভ্রমণপথেই খুঁজে নেয় খাবার। বড় হয় চলতে চলতে।