স্মৃতি চিরন্তন: ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের শহীদ হওয়া ১৫২ জন ছাত্র,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে রচিত।এটি ভিসি চত্বরে স্থাপিত হয় ১৯৯৫ সালে ও সংস্কার করা হয় ২০১৫ সালে।এর ইংরেজি নাম- Memory Eternal।
স্থপতি:আব্দুল মোহাইমেন ও মশিউদ্দিন শাকের
টেরাকোটায়: আবু সাঈদ তালুকদার ও শিল্পী রফিকুন নবী