১.ক্যালসিয়াম অক্সাইড সাধারণত কুইক লাইম নামে পরিচিত।আর পানিতে Ca(OH)2-এর সম্পৃক্ত দ্রবণকেই লাইম ওয়াটার বলে। ২.কুইক লাইমকে চুন বলেও আখ্যায়িত করা হয়। আর লাইম ওয়াটারকে চুনের পানি বলা হয়। ৩.কুইক লাইম পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়। অন্যদিকে লাইম ওয়াটার পানিতে পুরোপুরিভাবে দ্রবীভূত হয়। ৪.চুনাপাথরকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কুইক লাইম উৎপন্ন হয়। অন্যদিকে পানি ও চুনের দ্রবনে তলানী বানিয়ে উপরের স্বচ্ছ পানিকে লাইম ওয়াটার বলা হয়। ৫.কুইক লাইমের সংকেত CaO। লাইম ওয়াটারের সংকেত Ca(OH)2।