মাইলের পর মাইল লম্বা ধাতব রেললাইন সব সময় ঝড়, পানি, গরম কিংবা ঠাণ্ডা সহ্য করে থাকে। তাই তা দিয়ে রেলের লাইন গরম হয়ে যাওয়া এবং ঠাণ্ডায় আয়তনে কমে যাওয়া থেকে রক্ষা করে এই পাথর। দুই, বিশাল মাপের ট্রেনগুলো লাইন দিয়ে যাওয়ার সময়ে মাটিতে এমন কম্পন শুরু হয় মনে হয় লাইন তার জায়গা থেকে সরে যাবে।