মোদের গরব, মোদের আশা … বাংলাভাষা খ্যাত কবি অতুলপ্রসাদ সেন, ঔপন্যাসিক আবু ইসহাক ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী নেতা পুলিন বিহারী দাশের জন্মস্থান বর্তমান শরিয়তপুর জেলা। শরিয়তপুর জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে মডার্ন ফ্যান্টাসি কিংডম, বুড়ির হাট মুন্সী বাড়ী ও মসজিদ, রুদ্রকর মঠ, শিবলিঙ্গ, মহিষারের দীঘি, হাটুরিয়া জমিদার বাড়ি, রাম সাধুর আশ্রম ও ধানুকার মনসা বাড়ি বেশ জনপ্রিয়।