পদ্মা ও যমুনা নদীর আববাহিকায় বর্তমান রাজবাড়ী জেলার অবস্থান। রাজবাড়ী জেলাকে নদীর জেলা বললে ও ভূল হবে না। কারন রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই নদী ও হড়াই নদী বহমান। রাজবাড়ী জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন, শাহ পাহলোয়ানের মাজার, দাদ্শী মাজার শরীফ, জামাই পাগলের মাজার, নলিয়া জোড় বাংলা মন্দির, সমাধিনগর মঠ, রথখোলা সানমঞ্চ, নীলকুঠি, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, দৌলতদিয়া ঘাট, চাঁদ সওদাগরের ঢিবি, কল্যাণদিঘি, গোয়ালন্দঘাট বিশেষ ভাবে উল্লেখ যোগ্য।