শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের প্রাশাসনিক অঞ্চল। প্রাচীন কালে কামরূপা রাজ্যের অংশ শেরপুর জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্ক, শের আলী গাজীর মাজার, জরিপ শাহ এর মাজার, শাহ কামাল এর মাজার, বার দুয়ারী মসজিদ, ঘাগড়া লস্কর খান মসজিদ, মাইসাহেবা জামে মসজিদ, পানি হাটা দিঘী, নয়াআনী বাজার নাট মন্দির, রঘুনাথ জিউর মন্দির, গড়জরিপা কালিদহ গাং এর ডিঙি, নালিতাবাড়ির বিখ্যাত রাবারড্যাম, মঠ লস্কর বারী মসজিদ, গড়জরিপা ফোর্ট, কসবা মুঘল মসজিদ, নয় আনি আড়াই আনি এবং পৌণে তিন আনি জমিদার, অলৌকিক গাজির দরগাহ, মুন্সি দাদার মাজার ইত্যাদি।