আবদুল আজিজ ইবনে সৌদ ১৯৩২ খ্রিষ্টাব্দে সৌদি আরব সা¤্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ১৯০২ খ্রিষ্টাব্দের প্রারম্ভে রিয়াদ ও তার পুর্ব পুরুষের রাজ্য দখলসহ ধারাবাহিক যুদ্ধের মাধ্যমে চারটি অঞ্চলকে একত্রিত করে একটি অভিন্ন রাষ্ট্রে পরিণত করেন। তার নামের শেষ অংশ নিয়ে দেশটির নাম রাখা হয় সৌদি আরব। আরবি সৌদ শব্দের অর্থ একত্রীকরণ।