সোনা ও প্লাটিনামের মতো কয়েকটি ধাতু ছাড়া বেশির ভাগ ধাতু এবং অধাতু এই অ্যাসিডে দ্রবীভূত হয় বলে তাঁরা এই অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস [Aqua fortis] বা শক্তিশালী জল রূপে [Strong Water] অভিহিত করেন । ... নাইট্রিক অ্যাসিডের আণবিক সংকেত [Molecular formula] হল HNO3 এবং আণবিক ভর [Molar mass] হল 63 ।