আপনার সাইটে অ্যামেরিকা থেকেও ভালো ভিজিটর আসে, এশিয়া থেকেও ভালো ভিজিটর আসে, আবার রাশিয়া থেকেও ভালো ভিজিটর আসে, তাহলে আপনি কি করবেন? এখানেই দরকার হয়ে পড়ে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা CDN এর। যখন আপনি আপনার সাইট কোন CDN নেটওয়ার্কের সাথে যুক্ত করে দেন, সেই নেটওয়ার্ক আপনার সাইটের ক্যাশ কপি (Cache Copy) কালেক্ট করে, আর পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা সিডিএন সার্ভারে সেগুলোকে জমা করে রাখে। এখন যদি কোন এশিয়ান ভিজিটর আপনার সাইট ভিজিট করতে চান, সেক্ষেত্রে তাকে এশিয়ায় অবস্থিত সিডিএন সার্ভার থেকে পেজ শো করানো হয়, অ্যামেরিকান ভিজিটরকে অ্যামেরিকান সার্ভার থেকে পেজ শো করা হয়। এভাবে যে লোকেশনের ভিজিটর তাকে সেই লোকেশন থেকেই পেজ সার্ভ করানো হয়, ফলে সাইট লোডিং অনেক ফাস্ট হয়ে যায়।
পৃথিবীর সকল বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশনের পারফরম্যান্সের জন্যে CDN ব্যবহার করছে তারা। সঠিকভাবে সংযুক্ত করতে না পারলে সিকিউরিটি ইস্যু থাকবেই। নিরাপত্তা ঠিক রাখতে জায়ান্টরা বিভিন্ন দেশে একাধিক নিজস্ব ডেটা সেন্টার রাখে। আমাদের পক্ষে সেটা সম্ভব না হলেও একাধিক ডেটা সেন্টার থেকে রিসোর্স সাপ্লায় দেয় এমন হোস্টিং কেনা তো সম্ভব। সেইরকম কোন প্যাকেজ কিনে সেটাতে CDN সেটাপ করে নিলে আপনার সাইটের স্ট্রাকচার ও বড় বড় সাইটগুলোর মত হয়ে গেলো।