টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানী [TISCO]
ভারতের প্রথম আধুনিক ও বৃহৎ আকারে লৌহ ইস্পাত শিল্পের সুচনা হয় জামসেদজি টাটার হাত ধরে বর্তমান ঝাড়খণ্ডের সিংভূম জেলার অন্তর্গত সূর্বনরেখা ও খরকাই নদীর সংযোগস্থলে সাকচি অঞ্চলে ১৯০৭ সালে এবং উৎপাদন শুরু হয় ১৯১১ সাল থেকে।