গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) একজন বাঙালি ধর্মীয় পন্ডিত এবং অনুবাদক ছিলেন। তিনি একজন ব্রাহ্মসমাজ ধর্মপ্রচারক এবং ১৮8686 সালে বাংলা ভাষায় কোরআনের প্রথম অনুবাদক হিসাবে খ্যাতি পেয়েছিলেন। সেন জন্মগ্রহণ করেছিলেন বাংলার নারায়ণগঞ্জ জেলার পাঁচডোনা গ্রামে (বর্তমানে বাংলাদেশের নরসিংদী জেলার অংশ)। তিনি সেখানে পোগোজ স্কুলে পড়াশোনা করেছেন।