মুক্তিযুদ্ধের সময় শেরপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।
মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।
মুক্তিযুদ্ধের সময় জামালপুর কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।
মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল কত নম্বর সেক্টরে ছিল?
উত্তরঃ ১১ নং।
মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ উত্তরঃ মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর) ও ফ্লাইট লেঃ এম হামিদুল্লাহ (৩ নভেম্বর থেকে ডিসেম্বর)।
মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ প্রথমে লেলডালা পরে মহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত।
মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে সাব সেক্টর কতটি ছিল?
উত্তরঃ ৮ টি।
মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে সাব সেক্টর গুলো কি কি?
উত্তরঃ মানকারচর, মহেন্দগঞ্জ, পুরাখাসিয়া, তালু, রংবা, শিববাড়ি, বাগমারা এবং মহেশখালী।