আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন (আরবি: ابوجعفر عبدالله المأمون, ফার্সি: ابوجعفر عبدالله مامون) ( সেপ্টেম্বর ৭৮৬ – ৯ আগস্ট ৮৩৩) ছিলেন ৭ম আব্বাসীয় খলিফা। তিনি ৮১৩ সাল থেকে ৮৩৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত শাসন করেন। তার ভাই আল আমিন নিহত হওয়ার পর তিনি তার স্থলাভিষিক্ত হন।
জাজিরাতুল আরব, ইরাক, সিরিয়া, ইরান, মিশর শহর আশে পাশের অঞ্চল গুলো নিয়ে যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল সেখানের খলিফা ছিলেন।