১.জীব=সহজ ভাষায় বলতে গেলে যার বা যে সকল(প্রাণীর)কিছুর জীবন আছে তাকেই জীব বলে।অন্যভাবে বলা যায়,যার জীবন আছে এবং ছোট থেকে বড় হয়,খাদ্য গ্রহন করে এবং মৃত্যু আছে তাকেই জীব বলা হয়।যেমন:মানুষ,গরু,গাছ এরকম বিভিন্ন প্রাণী।
২.জড়=সহজ ভাষায় বলতে গেলে জীবের বিপরীতই জড়।অর্থাৎ,যার জীবন নেই,ছোট থেকে বড় হয়না,খাবার গ্রহণ করেনা তাকেই জড় বলা হয়।যেমন:চেয়ার,ইট,বই এইরকম বিভিন্ন জিনিসগুলোকে জড় বলা হয়।