মূলত মিথেন গ্যাসের প্রধান উৎস জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাস, কলকারখানার বর্জ্য, খনিজ কয়লা পোড়ানো, গরুর গোবর, বর্জ্যের ভাগাড় থেকে মিথেন গ্যাস অধিক হারে নিঃসারিত হয়। ধানগাছ ও জলাশয় থেকে মিথেন গ্যাস উত্পন্নের সংবাদও আমরা জানতে পেরেছি। তবে সেই হার কতটুকু ক্ষতিকর তা অবশ্য জানা যায়নি অদ্যাবধি। তবে জানা গেছে, বাংলাদেশের আকাশে মিথেন গ্যাসের উপস্থিতিও। ৮.৪.২০২১ তারিখে প্যারিসভিত্তিক ‘কেয়রোজ এসওএস’ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে আসে তা।