রবার্ট বয়েল ছিলেন একজন এংলো-আয়ারল্যান্ডীয় প্রকৃতি দার্শনিক,রসায়নবিদ ,পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক।বয়েল বর্তমানে প্রথম আধুনিক রসায়নবিদ হিসেবে বহুল বিবেচিত ।তাই তিনি পরিচিত আধুনিক রসায়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরীক্ষামূলক বিজ্ঞান পদ্ধতি এর অন্যতম প্রবর্তক হিসেবে।তিনি বয়েলের সূত্র জন্য বেশি পরিচিত, যা স্থির তাপমাত্রায় আবদ্ধ ব্যাবস্থায় পরম চাপ ও আয়তনের মধ্যে ব্যাস্তানুপাতিক সম্পর্ক বর্ণনা করে।
অবদানঃ ১. বয়েল প্রথম মৌলিক পদার্থের ধারনা প্রদান করেন। তিনি মৌলিক পদার্থ ও মিশ্রণের মধ্যেও পার্থক্য প্রদর্শন করেন। ২.তার একটি যুগান্তকারী উদ্ভাবন হল গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্র। এ সূত্রে তিনি গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব বর্ণনা করেন। এ সূত্রটি হল গ্যাসের আদর্শ আচরণের নির্ণায়ক ৩.রসায়নের বাইরে পদার্থবিদ্যায়ও তার অবদান অপরিসীম। বায়ুতে শব্দের সৃষ্টি,হিমায়িতকরণের শক্তি সৃষ্টি সম্পর্কিত ধারণা দ্বারা বয়েল পদার্থেবিদ্যার ব্যাপক উন্নতি ঘটান। মৃত্যুঃ ১৬৯১ সালে মৃত্যুবরণ করেন।
জলের অপর নাম জীবন। কারণ জল ছাড়া আমাদের চলে না। তা হলে আগুনের অপর নাম কী ? আগুন ছাড়াও কি আমাদের চলে ? প্রায় চার লাখ বছর ধরে মানুষ আগুন ব্যবহার করে আসছে। কিন্তু আগুন জ্বালানোর সহজ পদ্ধতিটি আবিষ্কার হয়েছে আজ থেকে মাত্র একশো পঞ্চাশ-ষাট বছর আগে। আগুন জ্বালানোর এই সহজ পদ্ধতিটি কী, বল তো?
হ্যাঁ ঠিকই ধরেছ, দেশলাই ।
দেশলাই আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল
(১৬৮০ খ্রি.)। তিনিই প্রথম লক্ষ করেন, ফসফরাস প্রলেপ
দেওয়া খসখসে কোনও কাগজে যদি গন্ধকের প্রলেপ