#উচ্চ মাধ্যমিক পরবর্তী ৩/৪ বছর মেয়াদি কোর্সকে স্নাতক বলা হয়ে থাকে।সেটা হতে পারে ডিগ্রী/অনার্স/বিবিএ/ফাজিল কোর্স।
#কথা থাকে যে,যদি কোনো চাকরির বিজ্ঞপ্তিতে স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়,সেক্ষেত্রে ডিগ্রী/অনার্স/বিবিএ/ফাজিল কোর্স সম্পন্ন কারীরা আবেদন করতে পারবে তার রেজাল্ট যোগ্যতা থাকলেই।
#কিন্তু স্নাতক(সম্মান) বা সমমান যোগ্যতা চাইলে সেক্ষেত্রে কেবলি ৪ বছর মেয়াদী কোর্স যেমন অনার্স বা বিবিএ সম্পন্ন কারীরা আবেদন করতে পারবে।
ধন্যবাদ।