তেমন কোনো পার্থক্য নেই কারণ বুদ্ধিমান ব্যক্তি অলস থাকতে পারে না আবার পরীশ্রমী ব্যক্তিও বোকা হতে পারে না৷
তবে পরীশ্রমী ব্যক্তি অনেক সময় অপরাধীও হতে পারে যেটা বুদ্ধিমান ব্যক্তি পারে না। আর প্রকৃত বুদ্ধিমান তারাই যারা সততা অবলম্বন করেন। বিশ্বাস না হলে আপনি রাসুলুল্লাহ (সা) এবং তাঁর সঙ্গীদের জীবনী পড়ে দেখতে পারেন।
পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করতে, পিছপা হন না, আর বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধির জোরে, পরিশ্রমের কাজটি আয়াস সাধ্য করে তোলার চেষ্টায় সফল হন।