বাংলাদেশিরা আসলেই খুব মেধাবী। স্যার এফ.আর রহমান খান যাকে বলা হয় আধুনিক স্থাপত্যকলার জনক, তিনি একজন বাংলাদেশি; জামাল নজরুল ইসলাম, যিনি স্টিফেন হকিংস এর সাথে তাল মিলিয়ে রিসার্চ করেছেন তিনি একজন বাংলাদেশি, ড. মুহম্মদ ইউনুস যাকে নিয়ে কানাডার পাঠ্যবইয়ে লেখা হয় তিনি বাংলাদেশের আলো বাতাসে বেড়ে উঠেছেন।
আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশিরা তাদের মেধা আর তাদের পটেনশিয়াল এর ৫% ও যদি কাজে লাগাতে পারতো, তাহলে তারা হতো বিশ্বের সব দেশের মানুষের জন্য রোল মডেল।
আমাদের মেধার বিকাশের মূল অন্তরায় হলো ছাত্র রাজনীতি আর ভৃত্য মানসিকতা। আমাদের ভার্সিটি গুলোতে ছেলেমেয়েরা উদ্ভাবনের কথা না বলে বিসিএস ক্যাডার হওয়ার প্রস্তুতি নেয়; আমাদের ক্যাম্পাস গুলোতে গবেষণার কথা হয়না, কথা হয় পলিটিক্স, দলবাজি, মিছিল মিটিং এর মত আনপ্রোডাক্টিভ জিনিস নিয়ে।
বাংলাদেশিরা মেধাবী। আমার কথা বিশ্বাস হচ্ছেনা? তাহলে খোঁজ নিয়ে দেখুন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় গুলোর ল্যাবরেটরিতে। শতশত স্বপ্নালু বাংলাদেশি ছেলেমেয়ে রাতদিন গবেষণা করে যাচ্ছে সেখানে।