আমাদের দেশে প্রায় সকল বানির্জিক ব্যাংকেই হিসাব খুলার সিস্টেম প্রায় একই।
একাউন্ট খোলার নানা দিক
একাউন্ট ওপেন ডেস্ক থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হয়।
যথাযথভাবে আবেদন ফরম পূরণ করে তার সাথে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। নিজের ও নমিনীর দুইজনেরই জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
পরিচয়দানকারীর স্বাক্ষর গ্রাহক নিজে ব্যবস্থা না করতে পারলে ব্যাংক ব্যবস্থা করে দেয়।
একাউন্ট খোলার সময় সর্বনিম্ন ১,০০০ টাকা জমা দিতে হয়।
একাউন্ট খোলার ৩/৪ দিন পর চেক বই প্রদান করা হয়।
সেভিংস ও কারেন্ট একাউন্টের বাৎসরিক সার্ভিস চার্জ ৮.৫০% রাখা হয়।
নিজের একাউন্টের ক্যাশ ফ্লো শীট দেখতে চাইলে/নিতে চাইলে ব্যাংকের যে শাখায় একাউন্ট রয়েছে সে শাখায় যোগাযোগ করতে হবে। ক্যাশ ফ্লো শীট এর জন্য প্রথম বার কোন চার্জ রাখা হয় না, ২য় বার থেকে চার্জ কাটা হয়।
একটি চেক বই শেষ হলে দুইদিনের মধ্যে নতুন চেক বই প্রদান করা হয়।
বিভিন্ন প্রকার স্কীম
এই ব্যাংকের স্কীমগুলো হল
১.
পূবালী সঞ্চয় প্রকল্প
২.
শিক্ষা সঞ্চয় প্রকল্প
৩.
দ্বিগুন সঞ্চয় প্রকল্প
৪.
সঞ্চয়ী হিসাব
৫.
মেয়াদী হিসাব
৬.
শিক্ষা ঋণ প্রকল্প
৭.
প্রবাসী ঋণ প্রকল্প
৮.
ফ্ল্যাট লোন স্কীম
পূবালী সঞ্চয় প্রকল্প
কিস্তির পরিমাণ
১০০/-
২০০/-
৩০০/-
৫০০/-
হিসাবের মেয়াদ
সুদের হার
মেয়াদান্তে প্রদেয় অর্থ
৫ বৎসর
৯%
৭,৩৭২/-
১১,৭৪৫/-
২২,১১৭/
৩৬,৮৬২/-
১০ বৎসর
১০%
১৮,০৫০/-
৩৬,১০০/-
৫৪,১৫০/-
৯০,২৫০/-
কিস্তির পরিমাণ
১,০০০/-
২,০০০/-
৩,০০০/-
৫,০০০/-
হিসাবের মেয়াদ
সুদের হার
মেয়াদান্তে প্রদেয় অর্থ
৫ বৎসর
৯%
৭৩,৭২৫/-
১,৪৭,৪৫০/-
২,২১,১৭৫
৩,৬৮,৬২৫/-
১০ বৎসর
১০%
১,৮০,৫০০/-
৩,৬১,০০০/-
৫,৪১,৫০০/-
৯,০২,৫০০/-
কিস্তির পরিমাণ
৭,০০০/-
১০,০০০/-
১৫,০০০/-
হিসাবের মেয়াদ
সুদের হার
মেয়াদান্তে প্রদেয় অর্থ
৫ বৎসর
----
৫,১৬,০৭৫/-
৭,৩৭,২৫০/-
১১,০৫,৮৭৫/-
১০ বৎসর
----
১২,৬৩,৫০০/-
১৮,০৫,০০০/-
২৭,০৭,৫০০/-
মেয়াদান্তে প্রদেয় অর্থে উৎস কর এবং আবগারী শুল্ক অন্তর্ভুক্ত আছে। প্রতিবছর সুদ জমাকালে ১০% উৎস কর ও বার্ষিক ভিত্তিতে প্রযোজ্য হারে আবগারী শুল্ক কর্তণ করতে হবে।
পূবালী ব্যাংক ডিপোজিট স্কীম/পূবালী ব্যাংক ডিপোজিট পেনশন স্কীম
কিস্তির পরিমাণ
১০০/-
২০০/-
৩০০/-
৪০০/-
৫০০/-
১,০০০/-
মেয়াদ
সুদের হার
মেয়াদান্তে প্রদেয় অর্থ
৩ বছর
৮%
৪,০৬৪/-
৮,১২৯/-
১২,১৯৩/-
১৬,২৫৮/-
২০,৩২২/-
৪০,৬৪৪/-
৫ বছর
৯%
৭,৫৩২/-
১৫,০৬৪/-
২২,৫৯৫/-
৩০,১২৭/-
৬৭,৬৫৯/-
৭৫,৩১৮/-
৭ বছর
১০%
১২,০০১/-
২৪,০০২/-
৩৬,০০৪/-
৪৮,০০৫/-
৬০,০০৬/-
১,২০,০১৩/-
১০ বছর
১১%
২১,২৬২/-
৪২,৫২৪/-
৬৩,৭৮৬/-
৮৫,০৪৮/-
১,০৬,৩১০/-
২,১২,৬২০/-
কিস্তির পরিমাণ
২,০০০/-
৩,০০০/-
৪,০০০/-
৫,০০০/-
৭,০০০/-
মেয়াদ
সুদের হার
মেয়াদান্তে প্রদেয় অর্থ
৩ বছর
৮%
৮১,২৯০/-
১,২১,৯৩৫/-
১,৬২,৫৮০/-
২,০৩,২২৫/-
২,৮৪,৫১৫/-
৫ বছর
৯%
১,৫০,৬৩৫/-
২,২৫,৯৫৩/-
৩,০১,২৭০/-
৩,৭৬,৫৮৮/-
৫,২৭,২২৩/-
৭ বছর
১০%
২,৪০,০২৫/-
৩,৬০,০৩৮/-
৪,৮০,০৫১/-
৬,০০,০৬৪/-
৮,৪০,০৮৯/-
১০ বছর
১১%
৪,২৫,২৪১/-
৬,৩৭,৮৬১/-
৮,৫০,৪৮১/-
১০,৬৩,১০২/-
১৪,৮৮,৩৪৩/-
কিস্তির পরিমাণ
১০,০০০/-
১৫,০০০/-
মেয়াদ
সুদের হার
মেয়াদান্তে প্রদেয় অর্থ
৩ বছর
৮%
৪,০৬,৪৫০/-
৬,০৯,৬৭৫/-
৫ বছর
৯%
৭,৫৩,১৭৬/-
১১,২৯,৭৬৪/-
৭ বছর
১০%
১২,০০,১২৭/-
১৮,০০,১৯১/-
১০ বছর
১১%
২১,২৬,২০৪/-
৩১,৮৯,৩০৬/-
সুদের হার
সঞ্চয় ও আমানতের ধরন এর উপর সুদের হার নির্ভর করে।
১ মাসের মেয়াদী (পরিমাণ নির্বিশেষ) → ৮%।
৩ মাস ও তদুর্দ্ধ টাকার নীচে
(ক) ১৯ লক্ষ টাকা টাকার নীচে → ১১%।
(খ) ১৯ লক্ষ টাকা ও তদুর্দ্ধ কিন্তু ৫০ লক্ষ টাকার নীচে → ১১.৫০%।
(গ) ৫০ লক্ষ টাকা ও তদুর্দ্ধ → ১২%।
৬ মাস ও তদুর্দ্ধ কিন্তু ১২ মাসের নীচে (পরিমাণ নির্বিশেষে) → ১২%।
১২ মাস এবং তদুর্দ্ধ কিন্তু ৩৬ মাসের উর্ধ্বে নয় (পরিমাণ নির্বিশেষে) → ১১%।
সঞ্চয়ী হিসাব → ৪.৫%।
SND/STD হিসাব:
(ক) ১ কোটি টাকার নীচে → ৪.৫%
(খ) ১ কোটি টাকা ও তদুর্দ্ধ কিন্তু ২৫ কোটি টাকার নীচে → ৫%।
(গ) ২৫ কোটি টাকা ও তদুর্দ্ধ কিন্তু ৫০ কোটি টাকার নীচে → ৮%।
(ঘ) ৫০ কোটি টাকা ও তদুর্দ্ধ কিন্তু ১০০ কোটি টাকার নীচে → ৮.৫০%।
(ঙ) ১০০ কোটি টাকা ও তদুর্দ্ধ → ৯%।
পূবালী ব্যাংক সঞ্চয় প্রকল্প: মাসিক জমা ১০০ টাকা হতে ১৫,০০০ টাকা।
(ক) ৩ বছর মেয়াদে → ৮%।
(খ) ৫ বছর মেয়াদে → ৯%।
(গ) ৭ বছর মেয়াদে → ১০%।
(ঘ) ১০ বছর মেয়াদে → ১১%।
এটিএম (ATM) বুথ
ব্যাংকের নিজস্ব কার্ড ছাড়াও অন্য ব্যাংকের কার্ড গ্রহণ করা হয়। নিজস্ব বুথ ছাড়া অন্য ব্যাংকের বুথেও কার্ড ব্যবহার করা যায়। ব্যাংকগুলো হলো –
১.
ইস্টার্ন ব্যাংক লিমিটেড
২.
আইএফআইসি ব্যাংক লিমিটেড
৩.
যমুনা ব্যাংক লিমিটেড
৪.
জনতা ব্যাংক লিমিটেড
৫.
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
৬.
এনসিসি ব্যাংক লিমিটেড
৭.
ন্যাশনাল ব্যাংক লিমিটেড
৮.
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
৯.
সোনালী ব্যাংক লিমিটেড
১০.
ট্রাস্ট ব্যাংক লিমিটেড
১১.
উত্তরা ব্যাংক লিমিটেড
১২.
সিটি ব্যাংক লিমিটেড
১৩.
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
১৪.
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
১৫.
আইসিবি ব্যাংক লিমিটেড
ঢাকায় কিউ-ক্যাশ এর ১৪২টি বুথ থেকে পূবালী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা যাবে।
পূবালী ব্যাংকের ঢাকায় নিজস্ব বুথগুলো হল-
প্রিন্সিপাল অফিস
২৬, দিলকুশা বা/এ, ঢাকা।
গুলশান - ২
পিবিএল টাওয়ার।
শাহবাগ
শাহবাগ এভিনিউ।
মহাখালী
মহাখালী গুলশান লিংক রোড।
পান্থপথ
স্কয়ার হাসপাতাল (প্রা:) লি:।
কোন কারণে বুথে কার্ড আটকে গেলে তাৎক্ষণিকভাবে এই নাম্বারে ৯৫৫২০৭২ যোগাযোগ করতে হবে।
বুথে শুধুমাত্র ১০০ ও ৫০০ টাকার নোট পাওয়া যায়।
বুথে টাকা জমা দেওয়ার কোন ব্যবস্থা নেই।
ঢাকা শহরে নিজস্ব ৬টি বুথ রয়েছে।
ব্যালেন্স জানার জন্য স্লিপ নিলে আলাদা ফি কাটা হয় না।
এটিএম কার্ড করার জন্য কার্ড ফি ৫৭৫/- এবং কার্ডের জন্য বাৎসরিক ফি ৫৭৫/- ট্রানজেকশন ফি কাটা হয়।
ঠিকানা ও যোগাযোগ
প্রধান কার্যালয়ের ঠিকানা:
২৬, দিলকুশা বা/এ, ঢাকা – ১০০০।
ফোন:
৯৫৫৭৩২৩, ৯৫৫২৪৪৯, ৯৫৫৭৩২৩
ই-মেইল:
principal@pubalibankbd.***
ওয়েব:
***.pubalibangla.***
প্রতিষ্ঠাকাল:
১৯৫৯।
প্রতিষ্ঠানের ধরন:
সায়ত্বশাসিত।
শাখাসমূহ
শাখার নাম
ঠিকানা
ফোন ও ই-মেইল
বি.বি. এভিনিউ
৬৫, বি.বি. এভিনিউ, ঢাকা – ১০০০।
৯৫৫০৬০০, ৯৫৫৫৪০৬
bbavenue@pubalibankbd.***
মতিঝিল
সেনা কল্যাণ ভবন, ১৯৫, মতিঝিল বা/এ, ঢাকা – ১০০০।
৭১৬৩৩৬৬, ৯৫৫০৬৩৫/১১০
motijheel@pubalibankbd.***
ফরেন এক্সচেঞ্জ
২৪, মতিঝিল বা/এ, ঢাকা – ১০০০।
৯৫৬১৮৫৮, ৯৫৫০৯৫২
fex@pubalibank.***
প্রিন্সিপাল অফিস
২৬, দিলকুশা বা/এ, ঢাকা – ১০০০।
৯৫৫৭৩২৩, ৯৫৫২৪৪৯, ৯৫৫৭৩২৩
principal@pubalibank.***
গুলশান মডেল টাউন
ঢাকা সিটি কর্পোরেশন নর্থ সুপার মার্কেট, গুলশান – ২, ঢাকা – ১২১২।
৮৮২০৪৪২
gulshanmt@pubalibanbd.***
ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
হাউস # ২, রোড # ২, সেক্টর – ১, উত্তরা মডেল টাউন, ঢাকা – ১২৩০।
৮৯১৪৫১২
Intairport@pubalibankbd.***
বনানী
হাউস # ৮৬/৮৭, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা – ১২১২।
৮৮১৬২৮৯
banani@pubalibankbd.***
সোনারগাঁও হোটেল
১০৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, সোনারগাঁও হোটেল, ঢাকা – ১২১৫।
৮১২০৩৪৭, ৮১১১৬৪১ এক্স-৪৯০২
sonargaonhotel@pubalibankbd.***
এলিফ্যান্ট রোড
খাদিজা প্লাজা, ৩০৭, এলিফ্যান্ট রোড, ঢাকা – ১২০৫।
৮৬২৬৩৫৭
elephantrd@pubalibankbd.***
সূত্রাপুর
১১৬/১১৭, রেবতি মোহন দাস রোড, ঢাকা – ১১০০।
৭১১০৭৫১
sutrapur@pubalibankbd.***
ইসলামপুর
৩, আহসানউল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা।
৭৩৯২২৯১
islampur@pubalibankbd.***
উত্তরা মডেল টাউন শাখা
হাউস # ৭ (১ম তলা), রোড # ৭/ডি, সেক্টর # ৯, উত্তরা আবাসিক এলাকা, ঢাকা।
৮৯৩৩৮২৫
uttaramt@pubalibankbd.***
বারিধারা
হাউস # গ-৩৭/১, প্রগতি সরণি, নীল ব্লক,জামালপুর টাওয়ার, ঢাকা।
০১৯৩৭-৪০৪৩১৯
baridhara@pubalibankbd.***