পাহাড় একটি উচ্চতম স্থান।আর বিজ্ঞানিক প্রক্রিয়াতে দেখতে পাই যে আমরা পৃথীবিল যত উপরে উঠবো তত অক্সিজেন এর মাত্রা কমবে।তো এটা একটা কারণ,আর একটা কারণ হলো আমরা যখন পাহাড়ে উঠি তখন পায়ে ভর দিয়ে উঠতে হয় যার ফলে শরীরে অনেক চাপ পড়ে ও হার্ডে চাপ পড়ে যার ফলে আমাদের অনেক কষ্ট হয়।