অ্যালার্জি নানা ধরনের আছে। কারও আছে চুলকানি বা আরটিকেরিয়া, কারও অ্যালার্জিক রাইনাইটিস, কারও চোখ লাল হয়ে চুলকায় বা কনজাংটিভাইটিস হয়, কারও শ্বাসকষ্ট হয় বা হাঁপানি আছে, কারও আবার ফুড অ্যালার্জি আছে। অনেকেরই ডাস্ট অ্যালার্জি আছে বা ধুলাবালি লাগলেই চুলকায়, হাঁচি-কাশি আসে, শ্বাসকষ্ট হয়। কারও বা নিকেল বা ধাতুতে অ্যালার্জি, ইমিটেশন গয়না পরলে চুলকায়। কেউ কৃত্রিম তন্তুতে বোনা কাপড় পরতে পারেন না। কারও বিড়াল-কুকুরের লোমে, কারও কার্পেটের আঁশে। এমনকি অনেকেই আছেন, যাদের নানা ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধেও অ্যালার্জি আছে। বিশ্বজুড়ে স্বাস্থ্য গবেষকদের মত হলো, এমন মানুষদের কারোরই কোভিড-১৯ টিকা নিতে কোনো বাধা নেই।