যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, কোভিড আক্রান্ত হয়ে সেরে ওঠার পরও টিকা নিতে হবে।
সংস্থাটি বলছে, যেহেতু কোভিডের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং দ্বিতীয়বার আক্রান্ত হওয়ারও ঝুঁকি রয়েছে তাই আক্রান্ত হোন আর না হোন, টিকা নেয়া উচিৎ।
তবে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা খুবই কম। আর এক বার সেরে ওঠার পর ৯০ দিনের মধ্যে আক্রান্ত হওয়ার উদাহরণও আরো কম।
তবে একবার কোভিড আক্রান্ত হওয়ার পর টিকা নিতে ৯০ দিন অপেক্ষা করা উচিৎ। এ বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
একবার কোভিড আক্রান্ত হওয়ার পর কতদিন রোগটি থেকে সুরক্ষা পাওয়া যায় সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর কোভিড আক্রান্ত হওয়ার কারণে প্রাকৃতিকভাবেই যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা ব্যক্তিভেদে ভিন্ন হয়।