বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গর্ভবতী নারীরা করোনাভাইরাসের টিকা নিতে পারবেন না।
কারণ কোভিড প্রতিরোধে যে টিকাটি দেয়া হচ্ছে তা গর্ভবতী নারীদের উপর ট্রায়াল করা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি বলছে, গর্ভবতী কোন নারী যদি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে থেকে থাকে, যেমন: চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী তাহলে তাদের টিকা নেয়া উচিৎ। তবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।